বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাটগ্রামে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 

পাটগ্রামে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা 

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) পাটগ্রাম হাসপাতাল সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় এমপি  বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সভাপতিত্বে ওই মাসিক সমন্বয় সভায় হাসপাতালে সার্বিক বিষয়ে তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহামুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক প্রমুখ। স্বাস্থ্য সেবার বিষয়ে আলোচনা করেন ডা. হাসান শাহারিয়ার শোভন।

সভায় হাসপাতালে সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সাথে জনগণের সম্পর্ক উন্নয়ন এবং কর্মপরিবেশ বজায় রাখতে জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

টিএইচ